অনেকদিন পর বাংলাতে আমার কোনো ওয়েবসাইট এ লিখছি । অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক আশা ধরেছিলাম, দেশে গিয়ে এটা ওটা করবো; কিন্তু কিছুই করা হবেনা আমার । মা, ছোট ভাইবোন আর বাবাকে রান্না করে খাওয়ানো হবেনা, ৩০০ ফিটে রাতের আকাশ দেখতে দেখতে হাঁটা হবেনা, ছোট চাচ্চুর সাথে বাইকে ঘুরা হবেনা, হাতিরঝিল এ হাই স্পিড এ গাড়ি চালানো হবেনা, বান্দরবান, লক্ষণছড়া, রাঙামাটি, নীলাচল, মায়াবন, মায়াঝড়না, পরীকুণ্ডু- এগুলোর উপস্থিতি কাছ থেকে অনুভব করা হবেনা । সব আশা হলো গুঁড়ে বালি অন্যদের আশাই পূর্ণ হয় খালি । আমার বুঝি হৃদয় নেই? আমার বুঝি দেশের মাটিতে হাটতে ইচ্ছে হয়না? আমার বুঝি দেশের সবুজ ঘাসের ওপর শুয়ে পরে মুচকি হাসতে ইচ্ছে হয়না? আমি না-মানুষ না। আমি মানুষ । আমি আলভী - সাধারণ এক মানুষ । ইন্টার্নশীপ করতে আরেক দেশে এই সামার ভ্যাকেশন এ যেতে হবে । করার কিছু নেই । প্রিয় মা-বাবা, ভাইবোন, আত্মীয় ও বন্ধুগণ, আমি ক্ষমাপ্রার্থী । এই অধম কে ক্ষমা করে দিয়ো, তোমাদের সাথে দেখা করতে পারলাম না, কথা রাখতে পারলাম না । দুঃখিত । এই আগুন লাগা, এই কষ্টটা হ...